হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এসেছে এক নতুন সুখবর। এবার চাইলে খুব সহজেই দুপাশের কথা-সহ হোয়াটসঅ্যাপ অডিও কল রেকর্ড করা যাবে। দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ কল রেকর্ডিং নিয়ে সমস্যার মুখোমুখি ছিলেন ব্যবহাকারীরাি।
বিশেষ করে যখন সাধারণ কল বা ভিডিও কনভার্সেশনের সময় রেকর্ডের প্রয়োজন হয়।
এই সমস্যার সমাধান হিসেবে এখন ব্যবহার করা যাচ্ছে একটি বিশেষ মোবাইল অ্যাপ "Call Recorder (Early Access)"। এই অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।
কিভাবে কাজ করবে?
১. Call Recorder (Early Access) অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে।
২. এরপর অ্যাপ চালু করে প্রয়োজনীয় টার্মস অ্যান্ড কন্ডিশনস গ্রহণ ও প্রয়োজনীয় পারমিশন (মাইক্রোফোন, কনট্যাক্ট, নোটিফিকেশন, রেকর্ডিং) দিতে হবে।
কিছু সীমাবদ্ধতা:
অ্যাপটি সব ফোনে সমানভাবে কাজ নাও করতে পারে। কিছু নির্দিষ্ট মডেলের ফোনে এই ফিচারটি অকার্যকর হতে পারে।
ব্যবহারকারীদের সতর্কভাবে পারমিশন প্রদান করতে হবে, কারণ এতে প্রাইভেসির বিষয়টি জড়িত।
ব্যবহারকারীর অভিজ্ঞতা:
এটি ব্যবহার করে একজন টিউটোরিয়াল নির্মাতা জানান, “আমি এই অ্যাপ দিয়ে বেশ কয়েকবার পরীক্ষা করেছি। হোয়াটসঅ্যাপ অডিও কলে দুই পাশের কথোপকথন রেকর্ড হচ্ছে, এটা দারুণ! আগে যা কখনো সম্ভব ছিল না, এখন সেটি সহজেই করা যাচ্ছে।”
ভিডিও কলে কী করবেন?
হোয়াটসঅ্যাপ ভিডিও কলের ক্ষেত্রেও রেকর্ডের প্রয়োজন হলে স্ক্রিন রেকর্ডার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কতা: কল রেকর্ডিংয়ের আগে অবশ্যই অন্য পক্ষের অনুমতি নেওয়া আইনত ও নৈতিকভাবে গুরুত্বপূর্ণ। বিষয়টি সতর্কতার সঙ্গে মেনে চলা কর্তব্য।
সূত্র: youtube.com/watch?v=At0rDNYu2Vo&ab_channel=AFRTechnology