ভারতের রাজধানী দিল্লির স্কুলগুলো আজ সোমবার থেকে আবার খুলেছে। প্রায় ১০ মাস পর স্কুলে শিক্ষার্থীরা। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য স্কুলগুলো আবার খোলার সম্মতির পরই স্কুল খুলল। তবে রাজ্য সরকার কিছু বিধিনিষেধ জারি করে স্কুল খোলার অনুমতি দিয়েছে।
বিদ্যালয়গুলোকে এই এসওপিগুলো মেনে চলতে হবে। পাশাপাশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদেরও নজর দিতে হবে বিষয়গুলোয়ে।
প্রায় ১০ মাস পর শিক্ষার্থীরা স্কুলে আসায় রাজ্যর উপমুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী মনীশ সিসোদিয়া টুইটে অভিনন্দন জানিয়েছেন। তিনি টুইটে লেখেন, ‘দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য শুভকামনা। ১০ মাস পরে আজ তারা বিদ্যালয়ে এসেছে...যদিও সবাই নিয়মের কারণে আসতে পারছে না; তবু...আমি আনন্দিত যে আজ স্কুলগুলো আবার খুলেছে।’
করোনা সংক্রমণ কমে আসায় দিল্লির স্কুলগুলো খোলার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। তবে সংক্রমের হার যেসব এলাকায় বেশি, সেখানকার স্কুলগুলো এখনো খোলা হয়নি। পরিস্থিতি বিবেচনায় পরে এ সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।
যাযাদি/ এমএস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd