রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

​করোনায় ভারতে একদিনে আরও ৩৪০৩ জনের মৃত্যু

যাযাদি ডেস্ক
  ১১ জুন ২০২১, ১১:২১
​করোনায় ভারতে একদিনে আরও ৩৪০৩ জনের মৃত্যু
​করোনায় ভারতে একদিনে আরও ৩৪০৩ জনের মৃত্যু

করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতে মৃত্যুর মিছিল যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও প্রায় সাড়ে তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত রোগী অবশ্য আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। একইসঙ্গে কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও।

শুক্রবার (১১ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৯১ হাজার ৭০২ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন সংক্রমিত রোগী কমেছে ২ হাজারের বেশি। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৮২৩ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৪০৩ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৬৩ হাজার ৭৯ জন।

দৈনিক আক্রান্তের থেকে বেশি মানুষ সুস্থ হয়ে ওঠাতেই ভারতে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও পরিস্থিতির উন্নতি হওয়ায় কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে ১১ লাখের ঘরে। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ১১ লাখ ২১ হাজার ৬৭১ জন। সূত্র: এএনআই

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে