শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্লাসে সবাই ছাত্রী, জ্ঞান হারাল ছাত্র!

যাযাদি ডেস্ক
  ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৭
ফাইল ছবি

দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিতে গিয়েছিল এক ছাত্র। ক্লাসে ঢুকতেই দেখে সেখানে বসে থাকা সবাই ছাত্রী। এরপরই জ্ঞান হারিয়ে ফেলে সে। ওই ছাত্রের দাবি, এত ছাত্রী দেখে সে নার্ভাস হয়ে গিয়েছিল। ভারতের বিহারে ঘটেছে এই ঘটনা।

নিউজ এইট্টিনের খবরে বলা হয়েছে, বিহারের শরিফ আল্লামা ইকবাল কলেজের ছাত্র শঙ্কর বছরের মধ্যবর্তী বিশেষ পরীক্ষা দিতে গিয়েছিল ব্রিলিয়ান্ট স্কুলে। হলে ঢুকে চারিদিকে এত ছাত্রী দেখে ঘাবড়ে গিয়েই জ্ঞান হারায় সে।

প্রথমে সকলেই ভেবেছিলেন, পরীক্ষায় ভয়ে হয়তো মানসিক চাপের জেরে অজ্ঞান হয় সে। পরে জানা যায়, ক্লাসরুমে ৫০ জন ছাত্রীর মাঝে তার পরীক্ষার সিট পড়েছিল।

ছাত্রের চাচি জানিয়েছেন, অত মেয়ের মাঝে বসে পরীক্ষা দিতে হবে ভেবে ঘাবড়ে যায় শঙ্কর। তার সঙ্গে হাল্কা জ্বরও এসেছিল। জ্ঞান হারানোর পর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও হাসপাতালে চিকিৎসা চলছে তার।

স্কুলে ভাল ছাত্র হিসাবে পরিচিত ওই কিশোর। প্রতি বছর বার্ষিক পরীক্ষায় ভাল ফল করে সে। ফলে পরীক্ষা নিয়ে ভয় পাওয়ার বিষয়টি অস্বাভাবিকই লাগছিল চিকিৎসক এবং বাকিদের কাছে। শঙ্কর খানিক সুস্থ হতেই জানা যায় সত্যিটা।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে