সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
walton

ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

যাযাদি ডেস্ক
  ০১ জুন ২০২৩, ১১:৫৯

মিয়ানমারে রিখটার স্কেলে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে দেশটিতে এই ভূকম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস বলছে, মিয়ানমারের কাচিন রাজ্যে ওই ভূমিকম্প আঘাত হেনেছে।

প্রাথমিকভাবে এই ভূমিকম্পের কেন্দ্র ছিল দেশটির মাইতকিনা শহর থেকে ১২৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

কাচিনের ভূমিকম্পে দেশটির উত্তরাঞ্চলের কিছু এলাকাও কেঁপে উঠেছে। ক্রাইসিস২৪ বলছে, মিয়ানমারের আঘাত হানা ভূমিকম্পে কেঁপেছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় ও চীনের দক্ষিণ-পশ্চিমের কিছু এলাকা। তবে প্রাথমিকভাবে এই ভূমিকম্পে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে