শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

বাংলাদেশে অবাধ-সহিংসতামুক্ত নির্বাচন হওয়া উচিত: যুক্তরাষ্ট্র

যাযাদি ডেস্ক
  ১৫ নভেম্বর ২০২৩, ১১:৪৫
বাংলাদেশে অবাধ-সহিংসতামুক্ত নির্বাচন হওয়া উচিত: যুক্তরাষ্ট্র

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত জাতীয় নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (১৪ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, ‘আমার দুটি প্রশ্ন রয়েছে। এর মধ্যে একটি ভারতে হওয়া মন্ত্রী পর্যায়ের টু প্লাস টু বৈঠকে নিয়ে। বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বিনয় কোয়াত্রা ভারতীয় উপমহাদেশের জন্য স্থিতিশীল বাংলাদেশ এবং তৃতীয় দেশের ক্রমবর্ধমান হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট হলে কি ভারতের ক্ষতি হবে- একইসঙ্গে কি যুক্তরাষ্ট্রের ক্ষতি হতে পারে? বাংলাদেশ সম্পর্কে ভারতের এ ধরনের অবস্থান নিয়ে আপনার মতামত কি?’

সাংবাদিকের এই প্রশ্নের জবাবে কোনো উত্তর দেননি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। ম্যাথিউ মিলার বলেন, ‘এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’

এরপর ওই সাংবাদিক বলেন, ‘আমার দ্বিতীয় প্রশ্নটি। দ্বিতীয় প্রশ্নে ওই সাংবাদিক চলমান অবরোধের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের মার্কিন আহ্বান প্রসঙ্গে প্রশ্ন করেন। এর জবাবে ম্যাথিউ মিলার অবাধ, সুষ্ঠু ও মুক্ত নির্বাচনের গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে