শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ভুল করে নিজ এলাকায় রাশিয়ার বোমা নিক্ষেপ

যাযাদি ডেস্ক
  ০৮ জানুয়ারি ২০২৪, ২১:০০
ভুল করে নিজ এলাকায় রাশিয়ার বোমা নিক্ষেপ

ভুলে নিজেদের অধিকৃত লুহানস্ক অঞ্চলেই বোমা নিক্ষেপ করেছে রাশিয়া। দেশটির একটি যুদ্ধবিমান দুর্ঘটনাক্রমে ওই অঞ্চলটির রুবিঝন শহরে বোমা নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন ওই অঞ্চলের মস্কো নিযুক্ত সরকারের প্রধান লিওনিদ পাসেচনিক। খবর দ্য গার্ডিয়ানের

লিওনিদ পাসেচনিক বলেন, উচ্চ-বিস্ফোরক ওয়ারহেড বহনকারী এফএবি-২৫০ বোমাটিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বেলগোরদ অঞ্চলের পেট্রোপাভলভকা গ্রামে দুর্ঘটনাক্রমে গোলাবারুদ নিক্ষেপের মাত্র ছয় দিন পর এ ঘটনা ঘটলো।

রাশিয়া ২০১৪ সাল থেকে লুহানস্ক অঞ্চলের কিছু অংশ দখল করে রেখেছে। কিয়েভ ইন্ডিপেনডেন্টের মতে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসনের পরে মস্কোর সেনারা রুবিজনসহ এই অঞ্চলের বেশিরভাগ অংশ দখল করে নেয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে