শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ১৩২

যাযাদি ডেস্ক
  ১৬ জানুয়ারি ২০২৪, ১১:৩৩
গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ১৩২

নতুন বছরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলে হামলার তীব্রতা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ১৩২ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। একই সঙ্গে রাত থেকে উত্তর, মধ্য ও দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

সোমবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে ওয়াফা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গেল ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২৪ হাজার ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৬০ হাজার ৮০০ জনের বেশি। অপর দিকে হামাসের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৯ জন।

এদিকে গাজার ‘দ্রুত ও নিরাপদ’ সাহায্য অ্যাক্সেসের আবেদন জানিয়েছে জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থা। সংস্থাগুলো জানিয়েছে- অবরুদ্ধ অঞ্চলটিতে দুর্ভিক্ষ অত্যাসন্ন। এছাড়া যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলটি রোগ বিস্তারের মুখোমুখি রয়েছে।

অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বলেছে, উত্তর সিরিয়া ও কুর্দিস্তানের ইরবিলে আক্রমণ করা হয়েছে। কারণ এসব এলাকা ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল।

সূত্র: আল জাজিরা

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে