শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

হাউছি আক্রমণে মার্কিন জাহাজে আগুন

যাযাদি ডেস্ক
  ১৮ জানুয়ারি ২০২৪, ১১:০৬
হাউছি আক্রমণে মার্কিন জাহাজে আগুন

ইয়েমেনভিত্তিক হাউছি যোদ্ধাদের হামলায় ইডেন উপকূলের কাছে একটি মার্কিন-মালিকানাধীন জাহাজে আগুন ধরে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন।

গেনকো পিকার্ডি নামের ওই জাহাজটির মালিক নিউ ইয়র্ক সিটিভিত্তিক গেনকো শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেড। জাহাজটি সৌদি আরব থেকে ফসফেট নিয়ে ভারত যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

গত কয়েক দিনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কিত কোনো জাহাজে হামলার এটি দ্বিতীয় ঘটনা। হাউছিদের ওপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলার পর এখন তারা ইসরাইল ছাড়াও ওই দুই দেশের জাহাজকে টার্গেট করার কথা ঘোষণা করেছে।

বুধবারের হামলাটি হয় ইডেন থেকে ৭০ মাইল দূরে। বোমা বহনকারী একটি ড্রোন জাহাজটিতে আছড়ে পড়ে।

জাহাজটির ক্যাপ্টেন বলেন, আগুন দ্রুত নেভানো হয়েছে। জাহাজটির ক্রুরা নিরাপদ রয়েছে এবং তার গন্তব্যে যাচ্ছে।

হাউছিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি হামলার কথা স্বীকার করেছেন।

হাউছিরা শুরুতে কেবল ইসরাইলি জাহাজকে টার্গেট করার কথা বলেছিল। গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদে তারা এই উদ্যোগ গ্রহণ করেছিল। কিন্তু সম্প্রতি তাদের দমাতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হামলা করলে তাদেরকেও টার্গেট করার কথা ঘোষণা করে হাউছিরা।

সূত্র : আল জাজিরা, টাইমস অব ইসরাইল এবং অন্যান্য

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে