শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

জর্দানে হামলায় নিহত ৩ সেনার নাম প্রকাশ করল যুক্তরাষ্ট্র

যাযাদি ডেস্ক
  ৩০ জানুয়ারি ২০২৪, ০৯:৪২
জর্দানে হামলায় নিহত ৩ সেনার নাম প্রকাশ করল যুক্তরাষ্ট্র

সিরিয়ায় জর্ডান সীমান্তের কাছে এক মার্কিন ঘাটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জনেরও বেশি। এদিকে নিহত ৩ সেনার নামপ্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার জর্ডানে শত্রুর ড্রোন হামলায় নিহত তিন সেনার নাম প্রকাশ করেছে মার্কিন সরকার। নিহতরা হলেন- সার্জেন্ট উইলিয়াম জেরোম রিভারস (৪৬), বিশেষজ্ঞ কেনেডি ল্যাডন স্যান্ডার্স (২৪) এবং বিশেষজ্ঞ ব্রেওনা অ্যালেক্সসন্ড্রিয়া মফেট (২৩)।

জর্ডানের সিরিয়া সীমান্তবর্তী একটি সামরিক ঘাঁটির হাউজিং ইউনিটে ড্রোন আঘাত করলে তারা নিহত হন। যুক্তরাষ্ট্র এই হামলার জন্য ইরান-সমর্থিত গ্রুপগুলোকে দায়ী করেছে এবং পেন্টাগন বলেছে, তারা হিজবুল্লাহর ‘পদচিহ্ন’ অনুসরণ করেছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও পুনর্ব্যক্ত করেছে, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ চায় না। পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং বলেছেন, ‘আমরা যুদ্ধ চাই না, তবে আমরা ব্যবস্থা নেব এবং আমাদের বাহিনীর ওপর হামলার জবাব দেব।’

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে