বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

রাখাইনে সেনাসহ ৫০০ জনের আত্মসমর্পণ বিদ্রোহীদের কাছে

যাযাদি ডেস্ক
  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪০
রাখাইনে সেনাসহ ৫০০ জনের আত্মসমর্পণ বিদ্রোহীদের কাছে

মিয়ানমারের সামরিক জান্তাকে হটিয়ে দিয়ে তিনটি ব্যাটালিয়নের সবগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি ।

এ সময় সেনাবাহিনী ও তাদের পরিবারের সদস্যরা আত্মসমর্পণ করেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম নারিনজারা নিউজ।

কয়েকটি সূত্র নারিনজারাকে জানিয়েছে, সব মিলিয়ে আরাকান আর্মির কাছে পাঁচশরও বেশি জন আত্মসমর্পণ করেছেন। যার মধ্যে রয়েছেন জান্তার বিভিন্ন বিভাগের প্রধান, জান্তা বাহিনীর ডিভিশন কমান্ডার, নন-কমিশন্ড কর্মকর্তা, আহত ১০০ সেনা ও তাদের পরিবারের সদস্যরা।

সূত্রটি বলেছে, “গতকাল থেকে তাদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। আহতদের মধ্যে একজন ডিভিশন কমান্ডার রয়েছেন। এছাড়া ১০০ জনেরও বেশি সেনা আহত হয়েছে। আজ সকালে, তারা সবাই আত্মসমর্পণ করেছে।”

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে