শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ইন্দোনেশিয়ায় চলছে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ 

যাযাদি ডেস্ক
  ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২২
ইন্দোনেশিয়ায় চলছে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ 

ইন্দোনেশিয়ার নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশটির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও জাতীয় পরিষদের সদস্য নির্বাচনে ভোট দিচ্ছে জনগণ। খবর আল জাজিরার।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয় ভোটগ্রহণ। চলবে স্থানীয় সময় দুপুর একটা পর্যন্ত। প্রেসিডেন্ট জোকো উইদোদোর উত্তরসূরী বাছাই করবেন ২০ কোটির বেশি ভোটার। সকালে জাকার্তার একটি কেন্দ্রে ভোট দিয়েছেন বর্তমান উইদোদো। প্রেসিডেন্ট পদে লড়াইকারী প্রাবো সুবাইন্তো, গাঞ্জার প্রানো ও অ্যানিস বাসবেদানও দিয়েছেন নিজেদের ভোট।

১৭ হাজার দ্বীপের দেশটিতে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে দ্বিতীয় দফায় গড়াবে নির্বাচন। আগামী জুনে রান অফে লড়বেন সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী। প্রতিদ্বন্দ্বিতায় সবচেয়ে এগিয়ে ৭২ বছর বয়সী প্রাবো। প্রেসিডেন্ট পদের জন্য তৃতীয়বারের মতো লড়ছেন তিনি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে