শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

ট্রাম্পকে অভিনন্দন জানালেন জো বাইডেন

যাযাদি ডেস্ক
  ০৭ নভেম্বর ২০২৪, ১১:০৮
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস এমনটি জানিয়েছে। বাইডেন সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং ট্রাম্পকে হোয়াইট হাউসে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানান।

বিবৃতিতে জানানো হয়, বাইডেন বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন যাতে তিনি নির্বাচনের ফল ও ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা করবেন।

এদিকে বাইডেন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গেও কথা বলেছেন এবং তার ঐতিহাসিক প্রচারণার জন্য তাকে অভিনন্দনও জানিয়েছেন। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস।

যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী গণমাধ্যম সিবিএস নিউজ জানায়, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বুধবার ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে কল করেছিলেন। ফোনকলে হ্যারিস ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরে জোর দেন এবং তিনি ট্রাম্পকে সব আমেরিকানের প্রেসিডেন্ট হওয়ার আহবান জানান।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে