বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

উ. কোরিয়ায় যুদ্ধজাহাজ উদ্বোধনের সময় দুর্ঘটনা

যাযাদি ডেস্ক
  ২২ মে ২০২৫, ১৩:২৯
আপডেট  : ২২ মে ২০২৫, ১৩:৩৩
উ. কোরিয়ায় যুদ্ধজাহাজ উদ্বোধনের সময় দুর্ঘটনা
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ছবি : সংগৃহীত

নতুন যুদ্ধজাহাজের তলা খসে যাওয়ায় বেজায় চটেছেন উত্তর কোরিয়ায় সর্বোচ্চ নেতা কিম জং উন।

এই দুর্ঘটনার কারণে জাহাজ তৈরি ও পরিচালনার সঙ্গে জড়িত সবাইকে শাস্তির আওতায় আনারও হুমকি দেন তিনি। আর এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

1

জানা যায়, বৃহস্পতিবার (২২ মে) পাঁচ হাজার টনি একটি ডেস্ট্রয়ার কিমের উপস্থিতিতে উদ্বোধন হওয়ার কথা ছিল। তবে অকস্মাৎ তলা খসে জাহাজটি ভারসাম্য হারিয়ে ফেলে।

এই দুর্ঘটনাকে অপরাধমূলক কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছেন কিম। উদ্বোধনকালেই জাহাজের এই বেহাল অবস্থার কারণে দেশের গৌরব ও মর্যাদা এক মুহূর্তে ধুলিস্যাত হয়েছে মন্তব্য করে সর্বোচ্চ নেতা বলেছেন, জাহাজ নির্মাণে জড়িত সবাইকে জবাবদিহিতার আওতায় আনা হবে।

তবে দুর্ঘটনায় কোনও মারাত্মক ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে