বিএনপি আন্দোলনে নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শনিবার (৫ জুলাই) দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, সংস্কার চায় বিএনপি, তবে অযথা জনগণের ভোটাধিকার ভূলণ্ঠিত করা হলে দলীয় নেতাকর্মীরা চুপ থাকবে না।
গয়েশ্বর বলেন, বিএনপি সংস্কার চায়। কুসংস্কার নয়। নির্বাচন নিয়ে যারা চক্রান্ত করছেন, আসুন বিএনপির বিপরীতে তিনশ' আসনে একক প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করুন।
বিএনপি সিনিয়র এ নেতা বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে লাভ নেই, বিএনপি যদি মাঠে নামে তবে নির্বাচন পেছানোর সাহস কারো নেই।
সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে বিনা ভোটে কেউ ক্ষমতা দীর্ঘায়িত করতে করতে চাইলে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বিএনপির এ নেতা বলেন, সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে বিনা ভোটে যারা ক্ষমতা দীর্ঘায়িত করবে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে। নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন তা করে নির্বাচন দিন৷ গণতন্ত্রের জন্য প্রয়োজনে আবারও সংগ্রাম হবে।
ঢাকা জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু উপস্থিত ছিলেন।