রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

ভাঙ্গায় যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  ২৪ জুন ২০২৪, ১৫:১২
ভাঙ্গায় যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ছবি: যায়যায়দিন

ফরিদপুরের ভাঙ্গায় দৈনিক যায়যায়দিনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে জাঁকজমক সহকারে পালিত হয়েছে।

সোমবার (২৪ জুন) দুপুর ১২টায় যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভাঙ্গা মহিলা কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যায়যায়দিনের ভাঙ্গা প্রতিনিধি দিলীপ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সফিউদ্দিন মোল্লা। অনুষ্ঠানে যায়যায়দিনের বিভিন্ন দিক তুলে ধরেন স্থানীয় সাংবাদিক অজয় দাস, হেদায়েত হোসেন ,মো.জাকির হোসেন মুন্সি , সহকারী অধ্যাপক আব্দুর রহমান, মিঞা মো. এনায়েত হোসেন, বিকাশ দাস, মাহাবুবুর রহমান এবং নাবিলা আক্তার। আলোচনা সভা শেষে ভাঙ্গা মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ভাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে