রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল মঙ্গলবার (১৯ জানুয়ারি) ভোর ৬টা থেকে আজ বুধবার (২০ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
ওয়ালিদ হোসেন জানান, গতকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে আজ বুধবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৪৯ জনেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৬৯১ পিস ইয়াবা, ১৩৯ গ্রাম হেরোইন, ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওয়ালিদ হোসেন।
যাযাদি/ এমএস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd