শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড  

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  ১১ মে ২০২৩, ১১:১০

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় সাহাব উদ্দীন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে আদালত।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুর (মালোপাড়া) ফরিদা বেগম ও ইসমাইল হোসেন ওরফে বাদশার ছেলে মোহা. সাহাব উদ্দীন (৩৯)।

১০ মে বুধবার এ মামলাটির রায় ঘোষণা করে আদালত।

মামলার বাদী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই অনুপ কুমার সরকার জানান, ২০২১ সালের ৩০ জুন পৌর এলাকার শাহিবাগে দেবু অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে ৫০ গ্রাম হেরোইনসহ আসামি কে গ্রেপ্তার করা হয়।

পরে একই বছরের ১ জুলাই সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়। থানার তদন্তকারী কর্মকর্তা এসআই রিপন কুমার মন্ডল মামলাটির তদন্ত শেষে চার্জশিট দেন ৮ আগস্ট।

রায় ঘোষণা শেষে আসামি সাহাব উদ্দীন কে কারাগারে পাঠানো হয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে