২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেওয়ার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি শুনানির জন্য আগামী মঙ্গলবার নির্ধারণ করেছেন আপিল বিভাগ।
আজ রোববার এ মামলার রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের আবেদনটি আপিল বিভাগের কার্যতালিকায় ওঠে। আদালত সেদিন শুনানি না নিয়ে পরে জানান, বিষয়টি মঙ্গলবার শুনবেন।
চলতি বছরের ১২ জানুয়ারি হাইকোর্ট একুশে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার মামলায় বিচারিক আদালতের দেওয়া দণ্ডাদেশ বাতিল করে সব আসামিকে খালাস দেন। খালাস পাওয়া আসামিদের মধ্যে রয়েছেন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেন, বিচারিক আদালতের দেওয়া রায় অবৈধ, কারণ তা অবৈধ উপায়ে প্রদান করা হয়েছে। এ মন্তব্যের ভিত্তিতেই হাইকোর্টের দেওয়া খালাসের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
উল্লেখ্য, বিচারিক আদালত এ মামলায় লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ আরও ১৯ জনকে যাবজ্জীবন এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন।
যাযাদি/ এসএম