রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

চৌহালীতে  আগুনে পুড়ে ছাই হলো বসত ঘর

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ০৪ মে ২০২৫, ১৬:২৬
আপডেট  : ০৪ মে ২০২৫, ১৬:৩২
চৌহালীতে  আগুনে পুড়ে ছাই হলো বসত ঘর
ছবি: যায়যায়দিন

যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীতে অগ্নিকাণ্ডে একটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সর্বস্ব হারিয়ে পরিবারটি এখন খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে।

রোববার (৪ মে ) মাঝ রাতে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের কুরর্কী গ্রামের আবদুল হালিমের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গৃহকর্তা আবদুল হালিম জানান, প্রতিদিনের মতো রোববার দিবাগত রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। রোববার রাত ২টার দিকে ঘর আগুনে জ্বলছে টের পেয়ে তাদের ঘুম ভেঙে যায়। কিছু বুঝে ওঠার আগেই সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ঘরের কোনো মালামাল নামাতে পারেননি। আগুনে ঘরে থাকা চাল, ডাল, কাপড়-চোপড়, আসবাবপত্র, জমির দলিল ও কাগজপত্রসহ ঘরের সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে আনুমানিক তার পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে গৃহকর্তা আবদুল হালিম জানান ।

এদিকে অগ্নিকান্ডের সংবাদে পরিদর্শন করে( ইউএনও) মোস্তাফিজুর রহমান জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হবে।

এসময় খাষকাউলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু ও সিএ ইউসুফ আলী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে