পিরোজপুর জেলার ইন্দুরকানীতে এক যুবককে অপহরণ মামলায় ৩ জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ইন্দুরকানী উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের আশ্রাব আলী ফকিরের দুই ছেলে ইলিয়াস ফকির ও আবুল ফকির এবং অপরজন একই উপজেলার ইন্দুরকানী গ্রামের ছাত্তার খাঁর ছেলে রুহুর খাঁ।
এ মামলার রাষ্ট্র পক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ওয়াহিদ হাসান বাবু জানান, ২০১৭ সালের ৫ নভেম্বরউপজেলার সেউতিবাড়িয়া গ্রামের বাসিন্দা মুনসুর আলীর ছেলে রুবেল হোসেন তার মাছের ঘেরে কাজ করছিলেন। এ সময় ইলিয়াস, আবুল এবং রুহুর খাঁ কাজে বাঁধা দেন।
এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর পর রুবেল বাড়িতে চলে যান।
ওই দিন প্রফেসর বাড়ির মসজিদে মাগরিবের নামাজ পড়া অবস্থায় প্রতিপক্ষরা আরও অজ্ঞাত ৩ জনকে নিয়ে রুবেলকে টেনে বাইরে এনে মোটর সাইকেলে তুলে অপহরণ করে।
এ ব্যাপারে রুবেল বাদী হয়ে ইন্দুরকানী থানায় মামলা করলে তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করেন (সেসান মামলা নং-১৬৯/১৮,জি,আর-৭৩/১৭,ধারাঃ ৩২৩,৩৬৪,৩৭৯,৫০৬(২) দ.বি.)। আসামি পক্ষে আইনজীবী আহসানুল কবীর বাদল মামলাটি পরিচালনা করেন।