রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

যে দুটি ফাউন্ডেশন সব ত্বকে ব্যবহার করা যায়

যাযাদি ডেস্ক
  ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫৫
যে দুটি ফাউন্ডেশন সব ত্বকে ব্যবহার করা যায়
যে দুটি ফাউন্ডেশন সব ত্বকে ব্যবহার করা যায়

নারীরা বরাবরই নিজেদের আকর্ষণীও করে রাখতে পছন্দ করেন। ভালোবাসেন নিজেকে সাজাতে। অনেকে পছন্দ করেন মেকআপ করতে। আর মেকআপের কথা বললে শুরুতেই নাম আসে ফাউন্ডেশনের। কিন্তু নিজের ত্বকের জন্য সঠিক ফাউন্ডেশনটি পছন্দ করা অনেক বেশি কঠিন কাজ।

1

ইচ্ছে করলেই হয়তো যে কোনো ধরনের ফাউন্ডেশন ত্বকে লাগিয়ে নেওয়া যায়। কিন্তু ফাউন্ডেশনটি মেকআপের ভিত্তি, তাই সেটা খারাপ হলে মেকআপ কখনই ভালোমতো বসবে না অথবা স্থায়ী হবে না। সর্বোপরি সুন্দর দেখানোর পরিবর্তে দেখতে খারাপ লাগবে।

সঠিক ফাউন্ডেশন কেনার জন্য সবার আগে নিজের ত্বকের ধরন বুঝতে হবে। যেহেতু আমরা বাঙালিরা খুব বেশি ফর্সাও নই আবার খুব বেশি কালো নই। তাই আমাদের জন্য ফাউন্ডেশন খোঁজাটা অনেকটাই কঠিন।

মেকআপের প্রসাধনীগুলোর মধ্যে সবথেকে বেশি কঠিন হলো নিজের ত্বকের জন্য সঠিক ফাউন্ডেশনটি খুঁজে পাওয়া। তবে এমন অনেক ফাউন্ডেশন রয়েছে, যেগুলো সব ধরনের ত্বকে ব্যবহার করা যায়। এখন বলবো সেরকম দুইটি ফাউন্ডেশনের নাম।

১. মেকআপ রেভোলিউশন ফাস্ট বেস স্টিক ফাউন্ডেশন

এ ফাউন্ডেশনটি একটি স্টিকের ভেতরে থাকে। এটা ব্যবহার করা অনেক সহজ; তুলি অথবা আঙুলের সাহায্যে ত্বকে লাগানো যায়। এটি ত্বককে ফ্রেস ও মসৃণ লুক দেয়। এর আর একটি ভালো দিক হলো এটা ব্যবহারের সময় আপনাকে ত্বকের দাগ ঢাকার জন্য আলাদা করে কোনো কনসিলারের প্রয়োজন পড়বে না।

২. রেভলন কালারস্টে লিকুইড ফাউন্ডেশন

এটি একটি লিকুইড ফাউন্ডেশন। ত্বকে স্থায়ী হয় কমপক্ষে ১৬ ঘণ্টা পর্যন্ত। এতে রয়েছে এসপিএফ-৬। এটি ত্বক থেকে তেল সরিয়ে ত্বকে ফ্রেস ভাব আনে এবং আরও আগের থেকেও বেশি উজ্জ্বল করে তোলে।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে