লিপস্টিক ব্যবহার করেন না, এমন নারী খুব কমই পাওয়া যাবে। নারীর সাজের অন্যতম অনুষঙ্গ এই লিপস্টিক। খুব সুন্দর করে সেজে লিপস্টিক না পরলে সেই সাজ অসম্পূর্ণ থেকে যায় যেন। তাই প্রায় সব বয়সী নারীর সংগ্রহেই থাকে লিপস্টিক। শখ ও সামর্থ্য অনুযায়ী মেয়েরা এই প্রসাধনী কিনে থাকে।
চলুন জেনে নেওয়া যাক, নারীরা লিপস্টিক কেন ব্যবহার করে?
অনেক নারী তাদের ঠোঁটের সৌন্দর্য বাড়ানোর জন্য লিপস্টিক পরে। এছাড়াও লিপগ্লস এবং লিপ লাইনার ঠোঁটে বাড়তি সৌন্দর্য যোগ করতে পারে। নারী ঠোঁটকে আকর্ষণীয় দেখাতে লিপস্টিক পরে এবং এর ফলে সে আরও আত্মবিশ্বাসী বোধ করে।