শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শীতে ফ্যান চালালে ঠান্ডা কমে

যাযাদি ডেস্ক
  ২১ ডিসেম্বর ২০২১, ১৭:০৮

শীতের সময় সবাই একটু উষ্ণতা চায়। অনেকে গরম পোশাক পরে, অনেকে ঘরে রুম হিটার রাখে। কিন্তু এক গবেষণায় দেখা গেছে শীতে ফ্যান চালালে ঠান্ডা কমে।

বিজ্ঞানীরা বলছেন, গরম বায়ু সব সময় হালকা হয়। তাই ঘরের সিলিংয়ের কাছের বাতাস তুলনামূলক গরম থাকে।

সিলিং ফ্যান চালালে সেই বায়ু নিচে নেমে আসবে। আর এতে করে একটু হলেও ঠান্ডা কম লাগবে। ফ্যান চালানো ছাড়াও জানালায় মোটা কাপড়ের পর্দা দিয়ে ঠাণ্ডা খানিকটা কমাতে পারেন। পারলে উলের পর্দা লাগিয়ে ফেলুন।

অন্য ঘরের তুলনায় রান্না ঘরটা গরম থাকে। যখন খুব ঠান্ডা থাকে রান্নাটা তখন করুন। ঘরটা গরম রাখতে পারবেন। তবে এমনিতে চুলা জ্বালিয়ে রাখবেন না। এতে করে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে