বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

এইচএসসি ও সমমানের ফল: বিলে রাষ্ট্রপতির সম্মতি

যাযাদি ডেস্ক
  ২৫ জানুয়ারি ২০২১, ২১:৩৮
এইচএসসি ও সমমানের ফল: বিলে রাষ্ট্রপতির সম্মতি
এইচএসসি ও সমমানের ফল: বিলে রাষ্ট্রপতির সম্মতি

২০২০ সালের এইচএসসি ও সমমানের ফল প্রকাশের বাধা দূর করেত সংসদে পাস হওয়া তিনটি বিলে সই করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার ‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১’ ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’, ‘বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’এ রাষ্ট্রপতি সম্মতি দেন বলে সংসদ সচিবালয় জানিয়েছে।

রোববার সংসদে পাস হয় এই তিনটি বিল। বিল পাসের সময় শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, দুই দিনের মধ্যে এর গেজেট হবে।

নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির সম্মতির পর এবার সংসদে পাস হওয়া বিলগুলো আইন হিসেবে গেজেট করবে সরকার।

আর গেজেট প্রকাশ হলেই ফল ঘোষণার তারিখ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে