শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৩১ মে নয়, হজ ফ্লাইট ৫ জুন থেকে শুরু

যাযাদি ডেস্ক
  ২৪ মে ২০২২, ১২:৫০

সৌদি কর্তৃপক্ষ শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশনের যাবতীয় কাজ শেষ করতে না পারায় আগামী ৩১ মে' পরিবর্তে জুন থেকে হজ ফ্লাইট পরিচালনার অনুরোধ জানিয়ে বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠানো হয়েছে গতকাল সোমবার সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে ধর্ম মন্ত্রণালয়

এতে বলা হয়, হজ যাত্রীদের ঢাকায় প্রি-এরাইভেল ইমিগ্রেশন নিশ্চিত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট বিলম্বিত করা হয়েছে এবং বছর হজের জন্য ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করা হবে

সৌদি আরব কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের রোড টু মক্কা ইনিশিয়েটিভের ৪০ সদস্যের দল প্রি-এরাইভেল ইমিগ্রেশনের জন্য প্রয়োজনীয় ডিভাইসসহ জুনের আগে ঢাকায় পৌঁছাতে পারবে না যেহেতু বিমানবন্দরে ডিভাইসগুলো ইনস্টল করতেও কয়েক দিন সময় লাগবে সেহেতু মন্ত্রণালয় জুন থেকে হজ ফ্লাইট শুরু করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয় নতুন ঘোষিত তারিখে ফ্লাইট শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে