বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১

১৪ জেলায় পুলিশের নতুন এসপি

যাযাদি ডেস্ক
  ২৩ জুন ২০২৪, ২০:০৪
সংগৃহীত ছবি

দেশের ১৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। রবিবার (২৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জেলাগুলো হলো– রংপুর, কুষ্টিয়া, সিলেট, কুমিল্লা, পটুয়াখালী, বরগুনা, বগুড়া, ফেনী, পাবনা, টাঙ্গাইল, নীলফামারী, যশোর, মাদারীপুর ও সুনামগঞ্জ।

যারা ১৪ জেলায় নতুন এসপি হলেন

ডিএমপির ডিসি মোহাম্মদ শাহজাহানকে রংপুরে, ডিএমপির ডিসি মুহাম্মদ আলমগীর হোসেনকে কুষ্টিয়ায়, কুমিল্লার এসপি আব্দুল মান্নানকে সিলেটে, পটুয়াখালীর এসপি মো. সাইদুল ইসলামকে কুমিল্লা, বরগুনার এসপি মো. আবদুস ছালামকে পটুয়াখালী, বরগুনার এসপি মো. আবদুস ছালামকে পটুয়াখালী, পিবিআইয়ের এসপি মো. রাফিউল আলমকে বরগুনা, ফেনীর এসপি জাকির হাসানকে বগুড়ায় পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

এছাড়া ডিএমপির ডিবির ডিসি মো. আ. আহাদকে পাবনা, নীলফামারীর এসপি মো. গোলাম সবুরকে টাঙ্গাইল, পিবিআইয়ের এসপি মো. মোকবুল হোসেনকে নীলফামারী, মাদারীপুরের এসপি মাসুদ আলমকে যশোর, এসবির এসপি মো. শফিউর রহমানকে মাদারীপুর, পুলিশ সদরদফতরের এসপি এম এন মোর্শেদকে সুনামগঞ্জের এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।

সিলেটের এসপি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করবেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে