রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সচিবালয়ে আগুন

যাযাদি ডেস্ক
  ০১ আগস্ট ২০২৪, ১৭:১১
আপডেট  : ০১ আগস্ট ২০২৪, ১৮:৩৯
সচিবালয়ে আগুন
সংগৃহীত ছবি

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে সচিবালয়ে ৯ নম্বর ভবনের নিচতলায় আগুনের ঘটনা ঘটেছে। এ ভবনে রয়েছে সচিবালয় ক্লিনিক ও তথ্য অধিদপ্তর।

বিকেল ৪টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুণ নিয়ন্ত্রণ করেন।

সচিবালয়ে ৯ নম্বর ভবনটি ক্লিনিক ভবন হিসেবে পরিচিত। এ ভবনের নিচতলায় ক্লিনিক। তৃতীয় ও চতুর্থ তলায় তথ্য অধিদপ্তর (পিআইডি)। দ্বিতীয় ও পঞ্চম তলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বসেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, সচিবালয়ে আগুনটি লাগে একটি ইলেকট্রিক বোর্ডে। ছোট আগুন ছিল। আমাদের পানি ব্যবহার করতে হয়নি। ফায়ার এক্সটিংগুইশার দিয়ে ৪টা ৩৫ মিনিটে আমরা আগুন নির্বাপন করি।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে