বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

ইসলামে উদ্যোক্তা সৃষ্টির গুরুত্ব ও যুব সমাজের ভূমিকা

ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম
  ২৮ অক্টোবর ২০২৪, ১২:০৫
ফাইল ছবি

উদ্যোক্তা মানে নতুন ব্যবসা শুরু করা, যার মাধ্যমে আর্থিক ঝুঁকি নেওয়া হয় লাভের আশায়। এটি এমন একটি প্রক্রিয়া, যেখানে বাজারে সম্ভাবনা খুঁজে পাওয়া হয় এবং সেই সম্ভাবনাগুলির সদ্ব্যবহার করতে প্রয়োজনীয় সম্পদ বিনিয়োগ করা হয়। উদ্যোক্তা একজন অর্থনৈতিক অংশীদার যিনি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ইসলাম উদ্যোক্তা কার্যক্রমকে উৎসাহিত করে। ইসলামের শিক্ষায় মানুষকে আল্লাহর রহমত অন্বেষণে সর্বদা কাজ করার জন্য উৎসাহিত করা হয়েছে। মহানবী (সা.) নিজেও ব্যবসা করতেন, এবং তাঁর সঙ্গীদের মধ্যে সাত জন ছিলেন বিখ্যাত ব্যবসায়ী। তাঁরা হলেন আবু বকর সিদ্দিক, উমর ইবনুল খাত্তাব, উসমান ইবন আফফান, আবদুর রহমান ইবনে আওফ, যুবাইর ইবন আল-আওয়াম, তালহা ইবনে উবায়দুল্লাহ এবং সা’দ ইবনে আবি ওয়াক্কাস। তারা তাদের মেধা ও সম্পদ দ্বারা ইসলামের পথে অবদান রেখেছিলেন।

মহানবী (সা.) বলেছেন, “ভিক্ষাবৃত্তির চেয়ে ভালো হলো মানুষ নিজে পরিশ্রম করে উপার্জন করা।” ইসলামে ব্যবসা এবং উদ্যোগ একটি সম্মানজনক পথ। যুব সমাজকে তাদের সৃষ্টিশীলতা এবং উদ্যম দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার মাধ্যমে সামাজিক উদ্যোক্তা হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যুবদের উদ্যোক্তা হওয়া বিশেষ প্রয়োজন। নিজেদের ভবিষ্যত গঠন করতে এবং জাতির সম্পদে পরিণত হতে যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে উৎসাহিত করতে হবে।

লেখক : কলামিস্ট, সমাজ সেবক ও রাজনীতিবিদ

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে