শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের সংকট এবং উত্তরণ॥

এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস
  ২৭ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৬
আপডেট  : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৮
বাংলাদেশের সংকট এবং উত্তরণ॥
ছবি: সংগৃহীত

এক. বাংলাদেশের মানুষ নূন‍্যতম মৌলিক অধিকার নিয়ে বাঁচার জন্য লড়াই করে আসছে যুগের পরে যুগ।সে সাথে ক্ষুধা, দারিদ্রতা, বেকারত্ব, শ্রমের নায‍্য মজুরি, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, ন‍্যায়বিচার, রাষ্ট্রীয় নিরাপত্তা,নিরপেক্ষ ভোটাধিকার, পরিবেশ, জলবায়ু, সামাজিক বৈষম্য, পুষ্টিহীনতাসহ অসংখ্য সংকট থেকে উত্তরণের জন্যেও বাংলাদেশের মানুষ সুদীর্ঘকাল সংগ্রাম করছে। বাংলাদেশে বিদ্যমান ভৌগোলিক ও রাজনৈতিক সংকট , নৈতিক মূল‍্যবোধ ও রাষ্ট্রীয় অস্থিরতার সৃষ্টির পেছনে অনুঘটক হিসেবে তথাকথিত বন্ধুরাষ্ট্রের নানা মেকানিজম কাজ করছে। ঠিক সাপ লুডু খেলার মত। একটু অসতর্ক হলেই এক ছোবলে প্রাণ নাশ। একদিকে দেশকে এগিয়ে নেওয়ার প্রাণপণ চেষ্টা অন্যদিকে পিছন থেকে রশি টেনে ধরে রাখা।বাংলাদেশের জন্মলগ্ন থেকেই অক্টোপাসের মতো চারিদিক থেকে ঝাপটে ধরে রাখা।কথিত এই বন্ধুরূপি শত্রুতা দেশের জন্য অনেক বড় সংকট হিসেবে দেখা দিয়েছে। নৈতিক মূল্যবোধের অবক্ষয় ও সামাজিক বিশৃঙ্খলা বাংলাদেশ রাষ্ট্রের অর্থনৈতিক সম্বৃদ্ধির পথে প্রধান বাধা হয়ে দেখা দিয়েছে। আধিপত্যেবাদী শক্তির দোসররা পদে পদে সংকটের ফাঁদ পেতে আছে। দোসররা বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। লুটেরা শ্রেণিকে দোসর হিসেবে পেয়ে বাইরের শক্তি প্রতিনিয়ত নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

দুই.

বর্হিঃশক্তির মদদে তাদের দোসররা অপসংস্কৃতির চর্চা ও নানা অপকর্মে লিপ্ত থাকে। তারা অপকর্মের মাধ্যমে নৈতিক মূল্যবোধের সংকট সৃষ্টি ও রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করে। বিশৃঙ্খলাকে পুঁজি করে ২০০৭ সালে ১/১১’নামক সামরিক কূ’দেতা ঘটিয়ে ক্ষমতার পালাবদল ঘটায়। দেশী-বিদেশী চক্রের প্রধান টার্গেট জাতীয় ও রাষ্ট্রীয় সংহতি বিনষ্ট করা এবং সমাজের সর্বত্র হিংসা বিদ্বেষ ও ঘৃণা ছড়িয়ে দেওয়া। ওরা সুযোগ মত দেশের সম্পদ লুটপাট ও পাচার করে বিদেশে নিয়ে যায়। ১/১১ পরবর্তী দুই বছর লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কথা বলে পরিকল্পিত ভাবে রাজনৈতিক দলগুলির মধ্যে ভয়াবহ বিভাজন সৃষ্টি করে। ২০০৮ সালে পাতানো নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় বসায়। পূর্ব পরিকল্পনা মত ২০০৯ সালে বিডিআর ম‍্যাসাকার , ২০১৩ সালে হেফাজত গনহত্যা, ২০১৪ সালে সুজাতা সিং ‘এর প্রত‍্যক্ষ হস্তক্ষেপে বিনা ভোটের নির্বাচন, ২০১৮ রাতে ২০২৪ সালে দিনের বেলায় কারসাজির ভোট, দেশব্যাপী গুম-খুন, অপহরণ, ব্যাংক লুট, গায়েবী মামলা, প্রশাসন আদালত দলীয়করন, নৈতিক মূল‍্যবোধের ভয়াবহ অবক্ষয় এবং রাষ্ট্রের চেইন অফ কমান্ড ধ্বংস করে দেশব্যাপী এক বিভীষিকাময় ফ‍্যাসিবাদ কায়েম করে। দেশ থেকে মানবতা, ন্যায় বিচার, আইনের শাসন ও ভোটের অধিকার নির্বাসনে পাঠায়। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে সাধারণ মানুষ পর্যন্ত ফ‍্যাসিজমের যাতাকলে পিষ্ট হতে থাকে।

ফ‍্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের চূড়ান্ত পর্বে সাধারণ সৈনিকগন ও জুনিয়র সামরিক অফিসাররা জনতার উপর গুলি চালাতে অস্বীকার করে বসে। ফলে রাজনৈতিক দল, শ্রমিক ও সাধারণ মানুষের সতস্ফুর্ত অংশগ্রহণে ছাত্র আন্দোলন গনঅভ্যুত্থানে পরিণত ও সফল হয়। ফ্যাসিষ্ট শেখ হাসিনা নিজের জীবন বাঁচানোর জন্য আওয়ামীলীগের অগণিত নেতাকর্মীদের অরক্ষিত রেখে কাপুরুষের মত পরাজয়ের কলঙ্ক মাথায় নিয়ে দিল্লীতে পালিয়ে যায়। পরাজয় থেকে কোনো শিক্ষা না নিয়ে শেখ হাসিনা দিল্লীতে বসে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য প্রতিনিয়ত উস্কানীমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে।শেখ হাসিনার উসকানিতে তার দোসররা দেশব্যাপী ডাকাতি, আনসার বিদ্রোহ, পাহাড়ে সশস্ত্র সংঘাত, গার্মেন্টস, ওষুধ কারখানায় শ্রমিক হত্যা ও উৎপাদন বাধাগ্রস্ত করা, ট্রাম্পের ছবি নিয়ে বিক্ষোভ, গুপ্তহত‍্যা, নানা জায়গায় অগ্নি সংযোগ করে দেশের অপূরণীয় ক্ষতি সাধনের অপচেষ্টায় লিপ্ত হয়েছে।শেখ হাসিনা ও আওয়ামীলীগ গনঅভ‍্যুত্থান থেকে শিক্ষা না নিয়ে একটার পর একটা অপরাধ সংগঠিত করছে। পলাতক শেখ হাসিনা সমাজের মধ্যে সর্বক্ষণ শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বিনষ্ট এবং ঘৃণা,হিংসা ও বিদ্বেষ সৃষ্টিতে লীপ্ত হয়েছে।

তিন.

অনেক দেশের বিপ্লব ও সংগ্রাম বিশ্ব রাজনীতিতে সুদূর প্রসারী প্রভাব বিস্তার করে রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ১৭৭৬ সালে আমেরিকার স্বাধীনতা সংগ্রাম, ১৭৮৯ সালে ফরাসি বিপ্লব পরবর্তী ইউরোপীয় দেশগুলোতে স্বাধীনতা,সাম্য ও মৈত্রীর নবউত্থান, ১৯১৭ সালে সোভিয়েট বলশেভিক বিপ্লব পরবর্তী সমাজতন্ত্রের উত্থান , দীর্ঘ লং মার্চের ধারাবাহিকতায় ১৯৪৯ সালে চীনা জনগণের বিপ্লবী বিজয় , ভিয়েতনামের জনগণের দীর্ঘ লড়াই শেষে যুদ্ধ বিজয়, ল‍্যাটিন আমেরিকার স্বাধীনতা সংগ্রাম ও কিউবা বিপ্লব , কোরিয়ার স্বাধীনতা এবং ইরানের ইসলামী বিপ্লব স্ব স্ব জনপদের মানুষের ভাগ‍্য বদলই শুধু নয় সভ্যতার অগ্রগতিতে বিরাট প্রভাব বিস্তার করে রয়েছে।অন‍্য দিকে দুর্ভাগ্য জনক হলেও সত্য বাংলাদেশের পাশাপাশি পাক ভারত উপমহাদেশের প্রতিটি দেশের জনগণ অধিকার আদায়ের দীর্ঘ রক্তক্ষয়ী লড়াই সংগ্রামে বীরত্বপূর্ণ ভূমিকা সত্ত্বেও বিজয়ী সুফল বারবার বেহাত হয়ে গেছে । সর্বশেষ ফ‍্যাসিষ্ট হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে জুলাই আগস্ট গনঅভ‍্যুত্থানে ছাত্র শ্রমিক জনতার বীরত্বপূর্ণ লড়াই সংগ্রামের মাধ্যমে বিজয়ী সুফল জনগণের দোরগোড়ায় কতটুকু পৌছাবে সেই চ‍্যালেন্জ সামনে এসেছে।

বাংলাদেশ প্রসঙ্গে বিশ্বের প্রভাবশালী টাইম ম্যাগাজিন ২০০৬ সালে বস্তুনিষ্ঠ এক রিপোর্ট প্রকাশ করে। প্রতিবেদনে তথ্য উপাত্তের মাধ্যমে বাংলাদেশকে ইমাজিং টাইগার আখ্যা দেওয়া হয়। ২০০৬ সালে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি ছিলো ৬.৯শতাংশ। প্রতিবেদনে উল্লেখ যোগ‍্য মন্তব্যে বলা হয় যে হারে প্রবৃদ্ধি এগুচ্ছেন সে ধারা অব্যাহত থাকলে আগামী এক দশকে বাংলাদেশের প্রবৃদ্ধি দ্বিগুণ হবার কথা ছিলো। বাংলাদেশের সম্ভাব্য সাফল্য ঈর্ষণিত বহিঃশক্তির প্রত্যক্ষ হস্তক্ষেপে ২০০৭ সালে ১/১১ কূ’দেতার মাধ্যমে একটি পুতুল সরকার ক্ষমতায় বসে। তারপর বাংলাদেশের জিডিপি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল পাচার করে বাংলাদেশের সম্বৃদ্ধি ও অগ্রগতির পিঠে ছুরিকাঘাত করে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি এখন নতুনভাবে স্বপ্ন দেখাচ্ছে।এই প্রেক্ষাপটে বাংলাদেশের দেশপ্রেমিক রাজনীতিবিদদের দ্বায়িত্ব আর কোনো ভুল যেন দেশকে পেছনে ঠেলে না দেয়।

চার.

জুলাই অভ‍্যুত্থান পরবর্তী বাংলাদেশে নানা উদ্দেশ্যেমূলক ঘটনা প্রতিঘটনা ঘটছে। এই সব ঘটনার প্রেক্ষাপটে ইসলামের ইতিহাসের সারা জাগানো ওহুদের যুদ্ধের রেফারেন্স উঠে আসে।ওহুদের যুদ্ধে রসুলের নির্দেশ ছিলো রনাঙ্গনে যুদ্ধের ফলাফল যাই হোক না কেন গিরিপথ পাহারার দায়িত্বে নিয়োজিত সৈনিকগণ যেন কোনো অবস্থাতেই গিরিপথ ছেডে না যায়। কিন্তু ওহুদের রনাঙ্গনে গিরিপথ পাহারায় নিয়োজিত সৈনিকরগণ নির্দেশ অমান্য করে গিরিপথের পাহাড়া ছেড়ে দিয়ে গনিমতের মাল লুটপাট করতে শুরু করে। গিরিপথ ছেড়ে যাওয়ার সুযোগে শত্রু সৈন্য গিরিপথ দিয়ে এসে পাল্টা আক্রমণ করে। ওহুদের নিশ্চিত বিজয় শুধু হাতছাড়া করেনি মর্মান্তিক পরাজয় ডেকে আনে। ওহুদ যুদ্ধের মর্মান্তিক ফলাফল শুধু ইসলামের ইতিহাসেই নয় মানব জাতির ইতিহাসে শিক্ষনীয় দৃষ্টান্ত হয়ে আছে। যে জাতি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এগিয়েছে তাদেরকে কেউ পিছনে ফেলতে পারেনি। আমাদেরও ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ঘরে বাইরের চক্রান্ত ও বিশৃঙ্খলা শক্তহাতে দমন করে এগিয়ে যেতে হবে।বহু ত‍্যাগের বিনিময়ে অর্জিত বিজয়ের সুফল জনগনের ঘরে ঘরে পৌছে দিতে হবে।

উদাহরণ হিসেবে উল্লেখ করা যায় বেশীরভাগ উন্নত দেশে বিজয়ী শক্তি জনগণের মৌলিক অধিকার, শ্রমের মর্যাদার সাথে সাথে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত করে।উন্নত দেশে তারা তাদের দেশের সব নাগরিকের মৌলিক অধিকার, শ্রম ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের সম্বৃদ্ধি অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশসহ উপমহাদেশের পিছিয়ে থাকার মূল কারন এ অঞ্চলের নাগরিকদের মৌলিক অধিকার, শ্রম ও মানুষের মর্যাদা নেই । বাংলাদেশে জনগণের মৌলিক অধিকার, শ্রম ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি। উপরোন্ত মাথাভারী প্রশাসন জনগণকে বঞ্চিত রেখে রাষ্ট্রের কর্নধারদের সুযোগ সুবিধা ও বেতন উঁচু করেছে। রাষ্ট্র ভুল পথ অনুসরণ করায় রাষ্ট্রের বিশৃঙ্খলা, বৈষম্য ও দুর্নীতি বন্ধ করে স্হিতিশিলতা অর্জন করতে পারছেনা ।উপরোন্ত ভ্রান্ত নীতির কারণে ব‍্যাঙের ছাতার মত দুর্নীতি সর্বত্র ছড়িয়ে পডেছে। এমনকি দুর্নীতির ব‍্যাধি এখন রাজনীতিকেও সংক্রমিত করেছে। মানুষ চায় রাজনীতি যারা করবে তারা যেন দুর্নীতি পরিহার করে দেশ ও মানুষের জন্য ভালো কিছু করে। তারাই রাজনীতি করুক যারা ভোগ বিলাসে মত্ত হবে না। নিজের জন্য যারা কিছু করতে চায় তাদের রাজনীতি নয় ব্যবসা বা অন্য কিছু করা উচিত।

পাঁচ.

বেশীরভাগ রাজনৈতিক দলের সংখ্যা গরিষ্ঠ নেতা কর্মীসমর্থকরা চায় সমাজ থেকে অবিচার , দুর্নীতি ও শোষণের অবসান ঘটুক। ভাগ‍্যহত মানুষের অধিকার প্রতিষ্ঠা পাক । বৈষম্য থেকে মুক্তি এবং সামাজিক কল্যাণের প্রত্যয় নিয়ে অগনিত কিশোর,তরুণ ও যুব শক্তি বিপদসংকুল পথে বাংলাদেশে রাজনীতি করছে। কিশোর বয়সের ভাবাবেগ পেরিয়ে অসংখ্য রাজনৈতিক নেতাকর্নী আজও চরম প্রতিকূলতার মধ্যে নায‍্যতা, সাম‍্য এবং সামাজিক ন‍্যায় বিচার প্রতিষ্ঠার পথ অনুসরণ করে চলছে।এইপথ অনুসরণ করতে যেয়ে বারবার তাদের কারা নির্যাতন ভোগ করতে হয়। তারপরেও বেশির ভাগ রাজনৈতিক নেতাকর্মী ব‍্যক্তিস্বার্থ পরিহার করে সত্য ও ন্যায়ের পথে অগ্রসর হচ্ছে। বারবার অপমানিত ও নানা ব‍্যর্থতার অভিযোগ তাদের বরণ করতে হয়। শত প্রতিকূলতা সত্ত্বেও তারা এতটুকু দমে যায়নি। সব প্রতিকূলতা অতিক্রম করে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছুতে তারা এখনো অঙ্গীকারবদ্ধ।লাখো ছাত্র, শ্রমিক ও ভাগ‍্যহত মেহনতি মানুষ তাদের শ্রম, ঘাম ও জীবনের বিনিময়ে বারবার বিজয় ছিনিয়ে নিয়ে আসে। যে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে এবং যাদের জন্য জীবন বাজি রেখে বারবার বিজয় ছিনিয়ে আনা সেই সাধারণ মানুষ আজও সবচেয়ে বঞ্চিত। বাংলাদেশের মুক্তিকামী মানুষের অধিকার পদদলিত করার জন‍্য অধিপত‍্যাবাদ ও তার দোসররা সম্মিলিতভাবে অপতৎপরতা চালাচ্ছে।পরাজিত ফ‍্যাসিবাদের দোসররা সমাজের সর্বস্তরে দুর্নীতি, নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটিয়ে এবং বিশৃঙ্খলা ও অবিশ্বাস তৈরি করে গেছে। ফলে সাধারণ মানুষ সহজে কাউকে বিশ্বাস করতে পারছে না। এতদসত্ত্বেও ছাত্র, শ্রমিক, জনতা আধিপত্যবাদ ও তাদের দোসরদের চরম লুটপাট ও জুলুমের বিরুদ্ধে শোষণ,বঞ্চনামুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত‍্যয় নিয়ে গনঅভ‍্যুত্থানের নতুন ইতিহাস রচনা করেছে। সাধারণ মানুষের প্রত্যাশা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি গনমানুষের মুক্তির প্রত্যয় হয়ে উঠুক। সমাজে ন্যায্যতা, সমতা, সততা , গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক। আইনের শাসন, মানবিকতা , গণতন্ত্র এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই হোক এটাই আমাদের রাজনৈতিক মূল মন্ত্র।

লেখক : বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী।

যাযাদি / এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে