শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হেফাজত নেতা আজিজুল হক ৭ দিনের রিমান্ডে

যাযাদি ডেস্ক
  ১২ এপ্রিল ২০২১, ১৬:৪৮

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের পুলিশ পরিদর্শক কামরুল হাসান তালুকদার তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করেন।

এসময় তিনি আদালতে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড আবেদনে তিনি উল্লেখ করেন, ২০১৩ সালের ৫ মে হেফাজতের তাণ্ডবে পল্টন থানায় দায়ের করা পুলিশের মামলার ১৫৭ নম্বর আসামি আজিজুল হক ইসলামবাদী। ওই ঘটনায় মদদদাতাদের সম্পর্কে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।

ডিবি কর্মকর্তা কামরুল হাসান তালুকদারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আতিকুল ইসলাম বলেন, ‘২০১৩ সালের ৫ মের ঘটনায় কয়েকটি মামলা হয়। এর মধ্যে পল্টন থানার ১২ নম্বর মামলায় ১৫৭ নম্বর আসামি এই আজিজুল ইসলামবাদী। সাম্প্রতিক সময়ে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’

এর আগে রবিবার (১১ এপ্রিল) মধ্যরাতে চট্টগ্রামের হাটহাজারীতে র‍্যাবের সঙ্গে যৌথ অভিযানে আজিজুল হককে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারের পর সাম্প্রতিক কিছু ঘটনা ও ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের বিষয়ে ঢাকায় ডিবির কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে