শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সিটি স্ক্যানের জন্য হাসপাতালে খালেদা জিয়া

যাযাদি ডেস্ক
  ১৫ এপ্রিল ২০২১, ২১:৫৭

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিটি স্ক্যান করানোর জন্য বসুন্ধরার আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে গুলশানের ফিরোজা বাসভবন থেকে বের হয়ে ৯টা ২৫ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি।

গাড়িতে খালেদা জিয়াকে পেছনের সিটে বাঁ পাশে মুখে মাস্ক পরা অবস্থায় দেখা যায়। সামনের সিটে ড্রাইভারের পাশে ছিলেন বিএনপি নেত্রীর ব্যক্তিগত সহকারী।

রাত আটটার দিকেই নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেছিলেন, ‘চিকিৎসকদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি, ম্যাডামকে আজকেই সিটি স্ক্যানের জন্য এভারকেয়ারে নিয়ে যাওয়া হবে।’

বিএনপির চেয়ারপারসনকে এভারকেয়ারে নেয়া হতে পারে বলে বসুন্ধরা আবাসিক এলাকায় আগেই নিরাপত্তা জোরদার করে ভাটারা থানা-পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার উজজামান বলেন, ‘আমরা নির্দেশনা অনুযায়ী এলাকার নিরাপত্তা জোরদার করেছি।’

এভারকেয়ার হাসপাতালের ডিউটি ম্যানেজার ডা. লতিফ বলেন, ‘সিটি স্ক্যানের পরেই সিদ্ধান্ত হবে তাকে হাসপাতালে রাখা হবে, নাকি বাসায় নিয়ে যাওয়া হবে।’

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে