বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

নিজাম উদ্দিন হাজারী  ভোট দিলেন পাইলট হাইস্কুলের কেন্দ্রে

ফেনী জেলা প্রতিনিধি
  ০৭ জানুয়ারি ২০২৪, ০৯:৪৮
নিজাম উদ্দিন হাজারী  ভোট দিলেন পাইলট হাইস্কুলের কেন্দ্রে

জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ন্যায় ফেনীতেও ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় ফেনী শহরের পিটিআই স্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারদের সরব উপস্থিতি। শীত সকালের কুয়াশাভেদ করে আসতে শুরু করেছে ভোটার রা। ফেনী সদর আসনের নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী ফেনী পাইলট হাইস্কুলের কেন্দ্রে ভোট দিয়েছেন।

ফেনীর ৩টি আসনে ভোটার রয়েছে ১২ লাখ ৪৬ হাজার ১শত ২৬জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৩৮ হাজার ২৮৫ জন, নারী ভোটার ৬ লাখ ২ হাজার ৪৭১ জন।

ভোটারের জন্য ৩৯৯টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৩৩৯টি সাধারণ আর ৬০টি অধিক গুরুত্বপূর্ণ অথ্যাৎ ঝুঁকিপূর্ণ চিহৃিত করা হয়েছে।

নির্বাচনী মাঠে রয়েছে ২৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আনসার ভিডিপি ৪ হাজার ৮৬৮ জন, র‍্যাব ৮০ জন, বিজিবি ১০ প্লাটুন, সেনাবাহিনীর ৩৫০ জন, পুলিশের ১১৫০ সদস্য আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত রয়েছে।

ভোট গ্রহনে কর্মকর্তা নিয়োজিত আছেন ৮ হাজার ১শত ৬৮জন।

ফেনী-১ আসনে ১১৫ টি কেন্দ্রের মধ্যে ১০৭ টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে। এরমধ্যে পরশুরাম উপজেলায় ২৬টি, ছাগলনাইয়াতে ৫৪ টি ও ফুলগাজীতে ২৭ টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে। ফেনী-২ আসনে (সদর উপজেলা) ১৪০টি কেন্দ্রের মধ্যে ১৩৪টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে।

ফেনী-৩ আসনে ১৪৪টি কেন্দ্রের মধ্যে ৯৮টি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। এরমধ্যে সোনাগাজী উপজেলার ৭২টি কেন্দ্রের সবগুলোই গুরুত্বপূর্ণ। এছাড়া দাগনভূঞা উপজেলার ২৬ টি কেন্দ্র গুরুত্বপূর্ণ রয়েছে।

এবার জাতীয় সংসদ নির্বাচনে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরমধ্যে ফেনী-১ আসনে ৬ জন প্রার্থী, ফেনী-২ আসনে ৮ জন প্রার্থী এবং ফেনী-৩ আসনে ১০ জন প্রার্থী রয়েছেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে