শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

সাবেক সংসদ সদস্য একরামুল করিম ও আব্দুর রউফ গ্রেপ্তার

যাযাদি ডেস্ক
  ০২ অক্টোবর ২০২৪, ০৯:২৪
একরামুল করিম চৌধুরী ও আব্দুর রউফ | ছবি: সংগৃহীত

নোয়াখালী-৪ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার দিবাগত রাতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখা থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, র‍্যাব-৭ এর একটি দল একরামুল করিমকে চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

অন্যদিকে রাজধানীর মিরপুর এলাকা থেকে আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা দায়ের হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে