শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

ব্যাক অফিস সফটওয়্যার চালু করতে সময় পেলো ৮৫ ব্রোকারেজ হাউজ

যাযাদি রিপোর্ট
  ০৪ জুলাই ২০২৫, ১৫:৩৫
ব্যাক অফিস সফটওয়্যার চালু করতে সময় পেলো ৮৫ ব্রোকারেজ হাউজ
ছবি: সংগৃহীত

পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার চালুর নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাক অফিস সফটওয়্যার পরিপূর্ণভাবে বাস্তবায়ন সম্পন্ন করতে না পারা ৮৫ ব্রোকারেজ হাউজকে বিভিন্ন মেয়াদে সময় দেওয়া হয়েছে।

বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৬১তম কমিশন সভায় এই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার (৩ জুলাই) জানানো হয়েছে।

গত ৩০ এপ্রিল বিএসইসির ৯৫৪তম কমিশন সভায় এ সফটওয়্যার বাস্তবায়নের সময়সীমা ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। তবে ২৯ জুন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) থেকে ব্যাক অফিস সফটওয়ার বাস্তবায়নে দুই মাস সময় চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার (সিআরও) কাছে চিঠি দেওয়া হয়। চিঠিতে ৩১ আগস্ট পর্যন্ত সময়সীমা বাড়ানোর অনুরোধ জানানো হয়। ডিবিএর এই অনুরোধের পর এখন পাঁচ ভাগে ভাগ করে ৮৫টি ব্রোকারেজ হাউজকে ব্যাক অফিস সফটওয়্যার বাস্তবায়নের সময় বাড়ানো হয়েছে।

এ বিষয়ে বিএসইসি জানিয়েছে, এরই মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ২৯১টি ডুয়েল ট্রেকহোল্ডারের মধ্যে ২৪৪টি ট্রেকহোল্ডার ব্যাক অফিস সফটওয়্যার পরিপূর্ণভাবে বাস্তবায়ন সম্পন্ন করেছে। এছাড়া সিএসইর ৮২টি সিঙ্গেল ট্রেকহোল্ডারের মধ্যে ৪২টি ট্রেকহোল্ডার ব্যাক অফিস সফটওয়্যার পরিপূর্ণভাবে বাস্তবায়ন সম্পন্ন করেছে।

বিএসইসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী, ৩১ জুলাইয়ের মধ্যে ছয়টি, ১৫ আগস্টের মধ্যে ১০টি এবং ৩১ আগস্টের মধ্যে ৩১টি ট্রেকহোল্ডারকে ব্যাক অফিস সফটওয়্যার বাস্তাবয়ন করতে হবে। আর সিএসইর ১৭টি ট্রেকহোল্ডারকে ১৫ আগস্ট এবং ২১টি ট্রেকহোল্ডারকে ৩০ আগস্টের মধ্যে ব্যাক অফিস সফটওয়্যার বাস্তাবায়ন করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে