বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

যে আকাঙ্ক্ষা নিয়ে এত জীবন গেল সে আকাঙ্ক্ষাগুলি এখন বাস্তবায়ন করতে হবে :সারজিস আলম 

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
  ২৮ মে ২০২৫, ০৯:৫৫
যে আকাঙ্ক্ষা নিয়ে এত জীবন গেল সে আকাঙ্ক্ষাগুলি এখন বাস্তবায়ন করতে হবে :সারজিস আলম 
বক্তব্য রাখছেন উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম ।ছবি: যায়যায়দিন

আমরা প্রতিটি জেলা উপজেলায় যাচ্ছি। মাঠের কথাগুলো শোনার জন্য। একটা রাজনৈতিক দল বিগত বছরগুলোতে কালচর দেখিয়েছে, ইলেকশনের আগেই কোটি টাকা দিয়ে মনোনয়ন কেনা।

মনোনয়ন কেনার পরে ক্ষমতার অপব্যবহার করে এমপি নির্বাচিত হয়েছে। ব্যাপারটি এরকম ছিল যে, মনোনয়ন কিনতে পারলে এমপি নির্বাচিত হয়ে গেছে ।

1

এই যে রাজনৈতিক নোংরা কালচারগুলো থেকে আমরা বের হতে চাই। মঙ্গলবার ২৭ মে এন সি পি (জাতীয় নাগরিক পার্টি) আয়োজিত এক পথ সভায় দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম প্রধান অতিথির বক্তব্যে একথাগুলি বলেন।

হাকিমপুরের হিলি চারমাথা মোড়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সংগঠক আল মেহরাজ শাহরিয়ার মিথুন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এন সি পি কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমনসহ প্রমুথ নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, দলটির যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন, যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা।

কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা সাব্বির, জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদ প্রমথ।

প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, হাকিমপুরে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থল বন্দর থেকে শত শত কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগরে যায় অথচ সীমান্ত এলাকার অজুহাতে হিলি রেল স্টেশনে একটি আন্তঃনগর ট্রেনও দাঁড়ায়না।

এখানকার রাস্তা দিয়ে যানবাহনে চলাচল করতে গেলে খুব কষ্ট হয়। তাই নিরাপদ স্থানে একটি রেলস্টেশন স্থাপন সহ রাস্তাঘাটগুলি উন্নয়নের লক্ষ্যে দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এ সমস্যার সমাধান করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে