বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২
ইউনিয়ন বিএনপির কমিটি গঠন ঘিরে সংঘর্ষ

ইন্দুরকানীতে সমন্বয়ক লাঞ্ছিত, কমিটি গঠন স্থগিত!

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
  ০২ জুলাই ২০২৫, ১৭:১৩
ইন্দুরকানীতে সমন্বয়ক লাঞ্ছিত, কমিটি গঠন স্থগিত!
ইন্দুরকানীতে কমিটি গঠন নিয়ে সংঘর্ষে আহত বিএনপি কর্মী: ছবি যায়যায়দিন

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক শাহরিয়ার আব্দুল্লাহ সোহেল লাঞ্ছনার শিকার হন।

ঘটনাটি ঘটে বুধবার (২ জুলাই) বেলা ১১টায়, বালিপাড়া বাজারে ইউনিয়ন পরিষদের সামনে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ইউনিয়ন কমিটি গঠনের জন্য শাহরিয়ার আব্দুল্লাহ সোহেল সেখানে পৌঁছালে স্থানীয় আহ্বায়ক শহিদুল ইসলাম বাবুল ও সদস্য সচিব আঃ জলিল শেখের সমর্থকরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

এ সময় ছাত্রদলের কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সাকিবসহ উপস্থিত কয়েকজন নেতাকর্মীকে মারধর করা হয়। পরে বিএনপি নেতা আবুল কালাম শিকদারের সমর্থকরা ঘটনাস্থলে গেলে তাদের উপরও দেশীয় অস্ত্র, দা, জিআই পাইপ ও লাঠি নিয়ে হামলা চালানো হয়। এতে সাত নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক প্রার্থী মো. জাকির হোসেন (৩৫), সদস্য রিয়াজুল ইসলাম (৫০) এবং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এনায়েত হাওলাদার আহত হন। গুরুতর আহত জাকির ও রিয়াজুলকে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরে জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবুল কালাম ও উপজেলা বিএনপির নেতারা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত করা হয়। উভয় পক্ষকে নিয়ে বিকেলে উপজেলা বিএনপি অফিসে আলোচনা সভার সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার আব্দুল্লাহ সোহেল জানান, ইউনিয়ন কমিটি গঠন বানচাল করতে পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালানো হয়। এ সময় তারা ৭টি ওয়ার্ডের ভোটার তালিকা ও দলীয় ব্যানার ছিনিয়ে নেয়।

অন্যদিকে, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল জানান, সমন্বয়ক ওয়ার্ড কমিটিতে আওয়ামী লীগ ও জেপি-সমর্থিত লোকদের অন্তর্ভুক্ত করায় স্থানীয় বিএনপির পরাজিত নেতারা ক্ষুব্ধ হয়ে এ হামলা চালিয়েছে। তবে আমি এতে জড়িত নই।

এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে