সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শনিবার(৫ জুলাই) বিকালে শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারাণীর উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
ঐতিহ্যবাহী গোপালপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ইস্কনের উদ্যোগে নকিপুর হরিতলা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ থেকে হাজার হাজার ভক্তবৃন্দ রথের দড়ি টেনে ঐতিহ্যবাহী গোপালপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে পৌঁছায় এবং সেখানে ভক্তবৃন্দদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
গোপালপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির (ইস্কন) এর অধ্যক্ষ শ্রীপাদ কৃষ্ণ সখা দাস ব্রহ্মচারীর পরিচালনায় উল্টো রথযাত্রা অনুষ্ঠানে সাতক্ষীরার সাবেক এমপি কাজী আলাউদ্দিন, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাস্টার আব্দুল ওহেদ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু কল্যাণ ফাউন্ডেশন, হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্টো রথযাত্রা অনুষ্ঠানটি উপজেলার হরিনগর সাধুপাড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, বল্লভপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির,ধানখালী শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির সহ অন্যান্য স্থানে অনুষ্ঠিত হয়েছে।