রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

দৌলতপুর বিএনপি‘র সভাপতি বাচ্চু মোল্লা,  সাধারণ সম্পাদক বিল্লাল 

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
  ০৫ জুলাই ২০২৫, ২০:২৬
দৌলতপুর বিএনপি‘র সভাপতি বাচ্চু মোল্লা,  সাধারণ সম্পাদক বিল্লাল 
ছবি : যায়যায়দিন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপি‘র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০০৪ সালের পর এই সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের ব্যপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা গেছে।

শনিবার দৌলতপুর কলেজ চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

দৌলতপুর উপজেলা বিএনপি‘র আহবায়ক রেজা আহমেদ বাচ্চু মোল্লার সভাপতিত্বে দিনব্যাপী এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি‘র আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি‘র সদস্য সচিব জাকির হোসেন সরকার।

এব্রাই প্রথম ১৪ টি ইউনিয়নের নির্বাচিত কাউন্সিলর/ভোটারদের সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বেশ কয়েকটি পদে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ভোট গণনা করা হয়।

সভাপতি পদে ৯২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রেজা আহমেদ বাচ্চু মোল্লা। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী সুরাইয়া কাজল পেয়েছেন ৪৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ৬৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিল্লাল হোসেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী নুরুজ্জামান হাবলু মোল্লা পেয়েছেন ১৯৭ ভোট। শেষ কবর পাওয়া পর্যন্ত অন্যান্য পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের ভোট গণনা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে