সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

ফকিরহাটে ট্রাক-মটরসাইকেলের সংঘর্ষে বাবা-মেয়ে নিহত, মা-ছেলে আহত 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
  ০১ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৬
ফকিরহাটে ট্রাক-মটরসাইকেলের সংঘর্ষে বাবা-মেয়ে নিহত, মা-ছেলে আহত 

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় ট্রাকের সাথে মটরসাইকেলে মূখোমূখি সংর্ঘষের ঘটনায় মটরসাইকেল আরোহী ব্যবসায়ি সোহেল ফরাজী (৩৭) ও মেয়ে নওরীন আক্তার (৫) নিহত হয়েছেন। এসময় মটরসাইকেলে থাকা সোহেল ফরাজীর স্ত্রী মিনি আক্তার (৩২) ও ছেলে নওসীন ফরাজী (১০) গুরুত্বর আহত হয়েছেন।

খুলনা-বাগেরহাট মহাসড়কের পিলজংগ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে ব্যবসায়ি সোহেল ফরাজী স্ব পরিবারে মটরসাইকেল যোগে বাগেরহাট থেকে খুলনা যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা বাগেরহাটগামী একটি ট্রাকের সাথে মুখোমূখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মটরসাইকেলে থাকা ৪জন আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহেল ফরাজী ও তার মেয়ে নওরীন আক্তারকে মৃত বলে ঘোষনা করেন। আহত মা-ছেলে খুলানা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

সোহেল ফরাজীর বাড়ি বাগেরহাট শরনখোলা উপজেলার খুনতাকাটা গ্রামে।

পুলিশ ট্রাকটি জব্দ করেছে। ট্রাকের চালক সাতক্ষীরা জেলার সদর উপজেলার কাশেমপুর গ্রামের শাজাহান সরদার (৩৮) কে আটক করেছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে