শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ফটিকছড়িতে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৬
ফটিকছড়িতে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
ফটিকছড়িতে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. তারেক (১৮) নামে এইচএসসি ২য় বর্ষে পড়া এক কলেজ ছাত্র মারা গেছেন। তারেক উপজেলার ভুজপুর থানাধীন দাঁতমারা বাজারের ব্যবসায়ী আবু তাহেরের একমাত্র ছেলে।

জানা যায়, উপজেলার নারায়ণহাট আদর্শ ডিগ্রি কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী তারেক গত বুধবার সকাল ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে কলেজে যাচ্ছিলেন। এ সময় ফটিকছড়ি-হেঁয়াকো সড়কের দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এলে রামগড় থেকে চট্টগ্রাম শহরগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে স্বজনরা তাকে নগরীর ন্যাশনাল হাসপাতালে নিয়ে যায়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মারা যান।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী বলেন, যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে