রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

তারাকান্দায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২ 

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
  ১৩ নভেম্বর ২০২৩, ১৫:০০
তারাকান্দায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২ 
তারাকান্দায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২ 

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও একটি সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১২ দিকে উপজেলা কাশিগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। এতে আহত হয়েছে আরোও তিনজন।

তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, নেত্রকোনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি সিএনজি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। বেলা সাড়ে১২ টার দিকে কাশীগঞ্জ বাজার এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজিতে থাকা দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত অবস্থায় আরো তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নিহতদের পরিচয় সহ চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে