বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
  ২৮ জানুয়ারি ২০২৪, ২০:৪৯
মহেশপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
মহেশপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মহেশপুরে পণ্য পরিবেশক কোম্পানির আলমসাধু ও পাওয়ারটিলারের মুখোমুখি সংঘর্ষে শ্রী পুল্লাদ কুমার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার সন্ধ্যায় মহেশপুর-যাদবপুর সড়কের গয়েশপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুল্লাদ কালীগঞ্জ থানার দুধরাজপুর গ্রামের বাবু মালির ছেলে। তিনি ইউনিলিভার কোম্পানীর কালীগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। এসময় আলমসাধুর চালক রাসেল আহত হন।

জানা গেছে, কালীগঞ্জ থেকে নিজ কোম্পানির গাড়িতে পণ্য ডেলিভারি করতে মহেশপুর উপজেলার যাদবপুরে আসেন শ্রী পুল্লাদ কুমার। পরে তার কোম্পানির গাড়ি তাকে ফেলে চলে গেলে নওদাগ্রামের অন্য কোম্পানির গাড়িতে মহেশপুর শহরে ফিরছিলেন তিনি।

পথিমধ্যে ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার ট্রিলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তিনি নিহত হন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে