মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ রিপোর্টার ,চুয়াডাঙ্গা
  ০৪ এপ্রিল ২০২৪, ১৯:১১

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামে ও দর্শনা পুরাতন বাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য আহত হয়েছে। পৃথক দুর্ঘটনা দুটি ঘটেছে বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ১১ টা থেকে সাড়ে ১১টার মধ্যে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির জানান, উপজেলার বিষ্ণুপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে ইব্রাহিম (১০) এদিন বেলা ১১টার দিকে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের পাশে চুয়াডাঙ্গা সড়কে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির ইজিবাইকের ধাক্কায় সে আহত হয়। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, এদিন বেলা সাড়ে ১১টার সময় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার শ্রীবাড়ি গ্রামের মোতালেব হোসেনের ছেলে ইমরান খান (৩০) মোটরসাইকেলযোগে দর্শনা দিকে যাচ্ছিল, সেসময় পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুল কাদের রাজা (৪৫) তার মোটরসাইকেলে চেপে দর্শনা পুরাতন বাজারে পৌঁছুলে দু'মোটরসাইকেলের মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়।

এসময় তারা সড়কের ওপর ছিঁটকে পড়ে। ওই সময় দ্রুতগতির একটি ট্রাক্টর তাদের ওপর দিয়ে চলে যায়।

এসময় ইমরানকে স্হানীয়দের সহযোগীতায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরী বিভাগে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আহত অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে