বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ভেড়ামারায় সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
  ০২ এপ্রিল ২০২৫, ১৫:৫২
ভেড়ামারায় সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১
প্রতীকী ছবি

কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের বহলবাড়ীয়া এলাকায় সিএনজি ও প্রাইভেট কারের সংঘর্ষে ১জন নিহত ও ১জন আহত হয়েছে। নিহত রফজেল আলী (৬৫) ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামে রাহাদ আলী শেখ ছেলে।

হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, বুধবার (২ এপ্রিল) সকাল ৯টার সময় ভেড়ামারা থেকে ১জন যাত্রী নিয়ে সিএনজি কুষ্টিয়া অভিমুখে যাওয়ার পথে বহলবাড়ীয়া এলাকায় পেীছাইলে একটি প্রাইভেট কার সজোরো ধাক্কা দেয়। সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। ড্রাইভার ও যাত্রী গুরুতর আহত হয়। আহত ২জনকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করে।

দুপুর ১২টার সময় হাসপাতালে সিএনজি ড্রাইভার রফজেল আলী মারা যায়। ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দূর্ঘটনায় ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামে রাহাদ আলী শেখের ছেলে সিএনজি ড্রাইভার রফজেল আলী নিহত হয়েছে। রফজেল আলীর লাশ মর্গে রয়েছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে