গাইবান্ধার গোবিন্দগঞ্জে পানিসহ মাছ বহনকারী ভটভটি গাড়ি উল্টে প্রাণ হারালেন এক মাছ ব্যবসায়ী। নিহত মাছ ব্যবসায়ী অমল কুমার দাস। মঙ্গলবার (১৩ মে) সকালে পৌর শহরের গাইবান্ধা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। অমল কুমার দাস পৌর এলাকার ববনপুর গ্রামের হৈমন্ত দাসের পুত্র।
অমলের প্রতিবেশী সুমন কুমার দাস জানান, মঙ্গলবার সকালে মাছ ব্যবসায়ী অমল কুমার দাস গ্রামের একটি পুকুর থেকে মাছ কিনে নিয়ে বিক্রির জন্য গোবিন্দগঞ্জ শহরে ফিরছিলেন। শহরের বোয়ালিয়া এলাকার গাইবান্ধা মোড় নামক স্থানে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিনচালিত পানিতেপূর্ণ মাছের গাড়িটি হঠাৎ উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়েন তিনি।
এ সময় মাছের গাড়ির ইঞ্জিনের গরম পানিতে তার মুখ ও চোখের বিভিন্ন অংশ পুড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।