রাজবাড়ীর পাংশায় ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জয় শেখ (১৫) নামে এক কিশোর ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৬ টায় রাজবাড়ীর পাংশায় ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জয় শেখ (১৫) নামে এক কিশোর ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৬ টায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহা সড়কের উপজেলার বাবুপাড়া ইউপির বালিয়াপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
জয় শেখ উপজেলার কলিমহর ইউপির মাসলিয়া গ্রামের কালাম শেখ এর ছেলে। সে ভ্যানে করে টয়লেটের স্লাব বসানোর কাজ করতো।
জানা যায়, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে সহ কর্মীদের সাথে কাজের উদ্দেশ্য ভ্যান যোগে কালুখালী যাওয়ার পথে উপজেলার বাবুপাড়া ইউপির বালিয়াপাড়া এলাকায় আসলে রাজবাড়ী থেকে ছেরে আসা কুষ্টিয়া গামী ঘাতক ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. কুতুব আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন এর সাব অফিসার বাকি বিল্লাহ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় জয় শেখ কে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই ট্রাক চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা অব্যহত রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা ট্রাক চালকের চোখে ঘুম থাকায় এঘটনা ঘটেছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারে কোনো অভিযোগ নাই এবং তারা আমাদের কে কোনো সহযোগীতা করতে রাজি না।
জয় শেখ এর এমন নির্মম মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।