ঝালকাঠির নলছিটিতে মোটর সাইকেল চাপায় মো. নাসির হাওলাদার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) রাত পৌনে ৯টার দিকে বরিশাল -পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপজেলার দপদপিয়া এলাকার বকুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির হাওলাদার উপজেলার দপদপিয়া গ্রামের মৃত মো. মোসলেম হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নাসির হাওলাদার ওই স্থানে রাস্তা পার হওয়ার সময় পটুয়াখালী থেকে বরিশালগামী একটি মোটর সাইকেল তাকে চাপা দেয়। এতে তিনি ও অজ্ঞাত মোটর সাইকেল চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাসির হাওলাদারকে মৃত ঘোষণা করেন। অজ্ঞাতনামা আহত মোটর সাইকেল চালক ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।