নীলফামারীর সৈয়দপুরের উপকন্ঠে মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে ৯টার দিকে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের জগন্নাথপুর পাম্পের সামনে মোটর সাইকেল এবং ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
তারা দুইজনই নীলফামারীর উত্তরা ইপিজেডের সিওয়াই মোল্ডিং (বিডি) কোম্পানি লিমিটেডে টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন। আজ বুধবার (২৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল-মামুন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সুজিত ও রবিউল মোটর সাইকেলে যোগে বাড়িতে ফেরার সময় সৈয়দপুর-পার্বতীপুর সড়কের জাকেরগঞ্জ ও বান্নিরঘাট এলাকার মাঝামাঝি স্থানে বালুবোঝাই ট্রাকের সঙ্গে তাদের মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ সময় বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকের নিচে মোটর সাইকেল আটক ছিল। স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। দুজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে। চালক ও তার সহকারীকে ধরতে অভিযান চলছে।