মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

পুলিশ কনস্টেবল জুয়েল সড়ক দুর্ঘটনায় মৃত্যু

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ৩১ মে ২০২৫, ১০:১৫
পুলিশ কনস্টেবল জুয়েল সড়ক দুর্ঘটনায় মৃত্যু
পুলিশ কনস্টেবল মোহাম্মদ জুয়েল । ছবি: যায়যায়দিন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের পুলিশ কনস্টেবল মোহাম্মদ জুয়েল (৩২) শুক্রবার দুপুরে গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যৃ হয়েছে।

নিহত জুয়েল এর পরিবারের লোকজন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জুয়েল কলাগাছিয়া গ্রামের আবুল হোসেনের পুত্র এবং এক সন্তানের জনক। তিনি পুলিশ কনস্টেবল পদে গাজীপুরে কর্মরত ছিলেন।

নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার তিনি ছুটি নিয়ে বাড়িতে আসতেছিলেন।

গাজীপুর থেকে রওনা দেওয়ার আগে তার স্ত্রীর সাথে ফোনে তার কথা হয়েছে। তিনি বাড়িতে আসছেন বলে তার স্ত্রীকে জানিয়ে তার পছন্দের খাবার রান্না করে রাখতে বলেন ।

এর কিছুক্ষণ পরেই জুয়াপরে জুয়েলের মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছে।

বাড়িতে আসার পথে গাজীপুরে ট্রাক চাপায় তিনি নিহত হয়েছেন বলে বাড়িতে সংবাদ পৌঁছলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে